গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা বন্দরে

0

চট্টগ্রাম বন্দর থানাধীন নিমতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৬২) পশ্চিম নিমতলা ২য় তলা মসজিদ আবদুল লতিফ সড়কের মালেক সারেংয়ের বাড়ীর মৃত আব্দুল মালেকের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি (তদন্ত) আহমদ উল্লাহ ভুঁইয়া জানান, ‘সকালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে বৃদ্ধ আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।’

পারিবারিকসূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম শারীরিক অসুস্থ ও মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। হয়তো রাতের কোন এক সময় সবার অজান্তে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান বন্দর থানার ওসি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm