চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরকে দেখতে গেলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আবুল মনসুর অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ মে) বিকেলে অসুস্থ এই নেতাকে দেখতে যান আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি আবুল মনুসরের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে এই নিয়ে আলাপ আলোচনা করেন।
তিনি চিকিৎসকদেরকে প্রয়োজনে অসুস্থ নেতার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পরামর্শ দেন। এজন্য ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য রায়হান ইউসুফ, আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশীদ, আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।