চকরিয়ায় বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চিরিঙ্গা পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

জানা গেছে, পৌরশহরের বাজারে মুদির দোকান, ডিমের দোকান, কাঁচা মালের দোকানে মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ৯ ব্যবসায়ীকে মামলা দেওয়া হয়। এসব মামলায় তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, নিত্যপণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm