চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে এডমিশন ওপেন ডে ও ফানফেয়ার

চট্টগ্রামে ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ অনুষ্ঠিত হল এডমিশন ওপেন ডে ও ফানফেয়ার।

চট্টগ্রামের আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে এডমিশন ওপেন ডে ও ফানফেয়ার 1

শনিবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড়ে অবস্থিত ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ আয়োজিত এডমিশন ওপেন ডে ও ফানফেয়ারের উদ্বোধন করেন চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক।

s alam president – mobile

বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর উপস্থিত থেকে ওপেন ডে ও ফানফেয়ারের অনুষ্ঠানটি উপভোগ করে।

এতে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান আবু বকর, প্রিন্সিপাল কর্নেল মোহাম্মদ কাশেম (অব.) এবং অন্যান্য পরিচালকবৃন্দ।

ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুল’টি চান্দগাঁওয়ের সুবিশাল নিজস্ব ক্যাম্পাসে চলতি বছর থেকে যাত্রা শুরু করেছে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!