সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত মানিকছড়িতে

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে কাভার্ডভ্যান ও আমবোঝাই সিএনজি অটোরিকশার মুখোমুখি
সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

শনিবার (১০ জুন) উপজেলার গাড়িটানা বাজার সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা ব্যাবসায়ী আব্দুল মোতালেব (৩৫) ও একই এলাকার বাসিন্দা সিএনজিচালক বাছা মিয়া (৩২)।

s alam president – mobile

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সিএনজিটি মানিকছড়ির তিনটহরী থেকে আম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গাড়িটানা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে-মুচরড়ে যায়।

এই সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দু’জন নিহত হন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!