s alam cement
আক্রান্ত
১০১৭৮৪
সুস্থ
৮৬৮০১
মৃত্যু
১৩০১

চট্টগ্রামের ট্রেনে কলা খেয়ে সর্বস্ব হারালেন নৌসেনা

0

চট্টগ্রাম থেকে উদয়ন ট্রেনে কুলাউড়া যাওয়ার সময় চলন্ত ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন চট্টগ্রামে কর্মরত নৌবাহিনীর এক সৈনিক। তার নাম সবুজ আহমদ।

সবুজ আহমদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি চট্টগ্রামে নৌবাহিনীর সৈনিক পদে চাকরি করেন। ডিগ্রি পরীক্ষা দিতে ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি।

সবুজ আহমদের বড় ভাই আব্দুশ শুকুর শেফুল জানান, শনিবার থেকে সবুজের ডিগ্রি পরীক্ষা। চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে সবুজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উদয়ন ট্রেনে বাড়ি আসছিলেন।

জানা গেছে, আখাউড়া স্টেশন ছেড়ে আসার পর অপর এক যাত্রী জুড়ীতে বাড়ি পরিচয় দিয়ে সবুজের সঙ্গে ঘনিষ্ঠতার জমানোর একপর্যায়ে তাকে কলা খেতে দেয়। ওই কলা খাওয়ার সঙ্গে সঙ্গেই সবুজ জ্ঞান হারিয়ে ফেলেন।

ট্রেন সিলেট পৌঁছানোর পর লোকজন সবুজের ভাইকে ফোনে বিষয়টি জানায়। পরে সিলেটে থাকা এক আত্মীয় সবুজকে স্টেশন থেকে তার বাসায় নিয়ে যান। বর্তমানে ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm