s alam cement
আক্রান্ত
৬৫০০৮
সুস্থ
৫০৭৯৯
মৃত্যু
৭৭১

চট্টগ্রামের যুবকের তিন বছরের প্রবাসজীবন স্ট্রোকে সমাপ্তি

0

চট্টগ্রাম লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের হাফেজ দোলোয়ার হোসাইন নামের এক যুবক সৌদি আরবে মারা গেছেন।

১০ জুলাই (শনিবার) স্থানীয় সময় আনুমানিক সকাল পৌনে ৭ টার দিকে নিজ বাসায় স্ট্রোক করে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছন বড়হাতিয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুনিল সরকার ।

২৪ বছর বয়সী নিহত হাফেজ দেলোয়ার হোসাইন বড়হাতিয়ার মোহসেন চৌধুরী পাড়ার ওয়াহিদুল আলমের পুত্র।

নিহতের পিতা ওয়াহিদুল আলম জানান, ‘আমার ছেলে হাফেজ দেলোয়ার হোসাইন ৩ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যায়। সৌদি আরবের জেদ্দা কিলোআর বাতাস নামক এলাকায় টেইলারিংয়ের কাজ করতেন। আমার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি, আমার ছেলে স্ট্রোক করে আজকে (শনিবার) সকালে মারা গেছেন।’

নিহতের পিতা আরও বলেন, ‘গত রাত ২ টার সময় তাদের এক আত্মীয়ের সাথে মোবাইল ফোনে কথাও বলেছেন। কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না ‘

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনায়িদ চৌধুরী জানান, ‘হাফেজ দেলোয়ার হোসাইন সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন বলে নিহতের পারিবারিক সুত্রে বিষয়টি জানতে পেরেছি।’

Din Mohammed Convention Hall

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm