চট্টগ্রাম নগরীরসহ জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৬ মার্চ) থেকে মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম কার্যালয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন, জরুরী ও সংরক্ষণ কাজের জন্য এই সরবরাহ বন্ধ থাকবে। এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেবাদাতা প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম নগরী যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ:
রোববার (২৭ মার্চ)) সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৪টা আলকরণ, ফিরিঙ্গীবাজার, এয়াকুব নগর, অভয়মিত্র ঘাট, কবি নজরুল ইসলাম সড়ক, ব্রীজঘাট ও আশেপাশের এলাকা।
রোববার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রামপুরার সবুজবাগ মসজিদের আশপাশ এলাক বসুন্ধরা আবাসিক এলাকা ৫, ৭, ৮ ও ৯ নম্বর রোড এলাকায়।
সোমবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রামপুরার বি-ব্লক খালপাড়, আব্বাস পাড়াসহ আশপাশ এলাকা।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রামপুরার নিউমুরিং আবাসিক এলাকা।
চট্টগ্রাম জেলার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ:
শনিবার (২৬ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পটিয়ার শিকলবাহায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পটিয়ার জুলধা ফিশহারবার এবং ফিশহারবার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ফিশহারবার উপকেন্দ্রে শিকলবাহা-ফিশহারবার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জুলধা উপকেন্দ্রের অধীন ১১ কেভি মৌলভী বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কালারপোল ফিডার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
আরএম/এমএফও/এমএহক