চট্টগ্রামের যেসব সড়কে মিলাদুন্নবী ও প্রবারণা উপলক্ষে গাড়িচলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ

ঈদে মিলাদুন্নবীও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।

রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস উদ্‌যাপন উপলক্ষে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি কাতালগঞ্জ হয়ে অলি খাঁ মোড়-গণি বেকারি মোড়-জামালখান মোড়-আসকার দীঘির পাড়-কাজির দেউড়ি মোড়-আলমাস মোড়-ওয়াসা মোড় হয়ে জিইসি পৌঁছাবে।

এ কারণে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যালি অভিমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

জশ্‌নে জুলুস র‌্যালি চলাকালে মোট ১৩টি সড়কে ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে। এগুলো হচ্ছে— মেডিকেল হতে অলি খাঁ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, নুর আহমদ সড়কের মুখ, স্টেডিয়াম গোল চত্বর, আলমাস সিনেমা মোড়, এসএইচ খান ফিলিং স্টেশন, পল্টন রোডের মুখ এবং শিল্পকলা একাডেমী রোডের মুখ।

সিএমপির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বৌদ্ধ মন্দির মোড়-ডিসি হিলের আশপাশের এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার-অর্চনা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান চলাকালে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির মোড়-ডিসি হিল মোড়সহ আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, দর্শনার্থী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাগম হবে।

Yakub Group

এ কারণে রোববার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বৌদ্ধ মন্দির-ডিসি হিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া নগরীর চেরাগী পাহাড় মোড়, লাভ লেইন মোড়, এনায়েতবাজার মোড় ও বোস ব্রাদার্সের মোড়ে (পুলিশ প্লাজার সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে। ফলে এই সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির-ডিসি হিল মোড় অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm