জুরাছড়িতে আগুনে পুড়ল ৩০ দোকান ও বসতঘর

রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০টি দোকান ও বসতঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৯ অক্টোবর) দুপুর ৩টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্র জানা গেছে।

স্থানীয়রা জানান, বেলা ৩টার পর আগুন ধরলেও বিকাল পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। তবে আগুনের সূত্রপাত ও কয়টি দোকানপাট পুড়ছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৩০টি দোকানপাট ও বসতঘর পুড়েছে।

জুরাছড়ির স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমা জানান, আগুনে বসতঘরসহ ৩০টি দোকানপাট পুড়ছে। তবে সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি।

আগুনের ঘটনার নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, দুপুরের পর আগুনের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২০-২৫ দোকান পুড়েছে। কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির হবে বলে দাবি করেন তিনি।

Yakub Group

রাঙামাটির দুর্গম উপজেলা জুরাছড়িতে যাতায়াতের একমাত্র পথ নৌপথ। পানিবেষ্টিত জুরাছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস কিংবা নৌপথ ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ফলে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm