চট্টগ্রামের রয়েল বাংলা সুইটস খাবার বানায় অস্বাস্থ্যকর পরিবেশে, অর্থদণ্ড ১ লাখ

চট্টগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, রান্না করা খাবার ও কাঁচা মাংস একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এনায়েতবাজার এলাকার বাটালী রোডের রয়েল বাংলা সুইটস নামে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান বলেন, রয়েল বাংলা সুইটসকে বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহম্মেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রয়েল বাংলা সুইটসে নানা অনিয়ম পাওয়া গেছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও লেভেল ছাড়া উপাদান ব্যবহারসহ একাধিক অভিযোগে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরীসহ কার্যালয়ের কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!