s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

চট্টগ্রামের রেডিসন ব্লু থেকে পড়ে লাশ হলো যুবক

0

চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর ২০ তলা থেকে পড়ে আরিফ কবির (২৪) নামের এক যুবক মারা গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাতের খাবার গ্রহণ করতে রেডিসনে গিয়েছিলেন তিনি।

নিহত আরিফ কবির (২৪) ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এস আই নুরুল আলম আশেক বলেন, ‘রাতে খাবার গ্রহণ করার সময় হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে লাফ দেন আরিফ কবীর। সেখান থেকে কোতোয়ালী থানার পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

কোতোয়ালী থানা জানায়, বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে। এছাড়া তার মোবাইলের কললিস্ট ও রেকর্ডও তদন্ত করে দেখা হবে।

আরএ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm