s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চট্টগ্রামে কোতোয়ালীর ওসি নেজাম হঠাৎ বদলি, নতুন ঠিকানা পিবিআই

1

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

চলতি বছরের জানুয়ারিতে ওসি নেজাম উদ্দিনকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় পদায়ন করা হয়।

চট্টগ্রামে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় ওসি নেজামের তাৎক্ষণিক কঠোর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়। হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে গত বছরের জানুয়ারিতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা ও থানা এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পারদর্শিতার জন্য নেজাম উদ্দিনকে সিএমপির শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান রিপন।

এর আগেও নগরীর সদরঘাট থানার ওসি থাকা অবস্থায় একাধিকবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হোন তিনি ওসি নেজাম।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. Rashel বলেছেন

    যাক পিবিআই একজন ভালো অফিসার পাইছে।
    ফেবু স্টার বাল দাশ কমিশনারের পতাকা উড়বে,যেমনটা ফেবুস্টার মানবিক ওসির সময় উড়েছিলো।এই শহরের অটো নাইট জনপ্রতিনিধিরা ভালো অফিসারদের পাছায় বাঁশ ছাড়া কিছু দিতে পারেনা।তাদের প্রিয়রা সব দুদকের মামলা খাওয়া অফিসার

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm