চট্টগ্রামের রেল দপ্তরের প্রবেশমুখে টয়লেট কমোড, আশপাশে জমে আছে আবর্জনা

চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে ভবনের (সিআরবি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর জোনাল কন্ট্রোল দপ্তর ও পরিবহন অডিট আঞ্চলিক অধিদপ্তর। কিন্তু সেই দপ্তরের প্রবেশমুখের দু’পাশে রয়েছে দুটো ইংলিশ কমোড। ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন অফিসে আসলেও এগুলো সরাতে কারও কোনো মাথা ব্যথা নেই। যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রবেশদ্বারে বিভিন্ন ফলক, কারুকাজ অথবা ফুলের টব শোভা বাড়ায় সেখানে রেলের এই দপ্তরের করুণ দশা।

এছাড়া দপ্তরটির আশপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ময়লাস্তূপ জমে আছে ভবনের দেয়াল ঘেঁষে। আর ভবনের বিভিন্ন অংশের আস্তর ও রং উঠে গেছে। বাইর থেকে দেখতে অনেকটা জরাজীর্ণ লাগছে।

শনিবার (২৪ জুন) জোনাল কন্ট্রোল দপ্তর ও পরিবহন অডিট আঞ্চলিক অধিদপ্তরে সরেজমিন গিয়ে দেখা গেছে এমন চিত্র।
চট্টগ্রামের রেল দপ্তরের প্রবেশমুখে টয়লেট কমোড, আশপাশে জমে আছে আবর্জনা 1
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, সাত-আট মাস ধরে এভাবেই পড়ে আছে কমোড দুটি। এগুলো সরানো কোনো উদ্যোগ নেই।

s alam president – mobile

রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (৩) আতিকুর রহমান বলেন, ‘দপ্তরের প্রবেশমুখে কমোড রাখার বিষয়টি আমি জানি না। এই ব্যাপারে আমি ব্যবস্থা নিচ্ছি।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!