চট্টগ্রামের ৫০০ মুক্তিযোদ্ধার হাতে ঈদ উপহার দিলেন পুলিশ কমিশনার

ঈদুল আযহা উপলক্ষে ৫০০ বীর মুক্তিযোদ্ধার হাতে ঈদ উপহার তুলে দিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

মঙ্গলবার (২৭ জুন) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর গেমস হলে তিনি বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার তুলে দেন।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর ও ঈদের আনন্দ ভাগাভাগির করার জন্য চট্টগ্রাম নগর পুলিশের এই আয়োজন।’

s alam president – mobile

এই সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!