সাড়ে পাঁচ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে নগরীর ৪১ ওয়ার্ডের ১ হাজার ৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) টাইগারপাসের সিটি কর্পোরেশন কার্যালয়ে মতবিনিময়কালে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
পাঁচ লাখ ৬০ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর মধ্যে ৬-১১ মাসের ৯০ হাজার শিশুকে একটি করে নীল (১ লাখ ইউনিট) এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৭০ হাজার শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ ইউনিট) ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার (১৫ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭টি ইপিআই জোনের আওতায় ৪১ ওয়ার্ডে ১ হাজার ৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
মেয়র শাহাদাত জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। ক্যাম্পেইন চলাকালে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা) এবং উদ্ভিজ্জ খাবার (হলুদ ফল, রঙিন শাক-সবজি) খাওয়াতে পরামর্শ দেওয়া হবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. শর্মীলা রায়, ডা. মামুন রশিদ।
আরএ/ডিজে