চট্টগ্রামের সাতকানিয়া থানা পেল নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতকানিয়া থানার নতুন ওসি হয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
এর আগে যোগদানের একমাসের মাথায় গত ১৬ ফেব্রুয়ারি বদলি করা হয় সাতকানিয়া থানার ওসি আবদুল জলিলকে। গত ১২ জানুয়ারি তিনি এ থানায় যোগ দিয়েছিলেন।
মূলত ভোটের সংঘাত ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণেই ওসি আবদুল জলিলকে বদলি করা হয়েছে বলে ধারণা করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাজালিয়া, খাগরিয়া ও সোনাকানিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নে প্রাণহানি ছাড়াও ভয়ানক অস্ত্রবাজির ঘটনাও ঘটেছে।
এসব ঘটনা ঠেকাতে ব্যর্থতার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এলাকাবাসী ছাড়াও সরকারের উচ্চপর্যায়ে সমালোচিত হয়।
সাতকানিয়া নির্বাচনের দিন সংঘর্ষে তাসিফ নামের এক কিশোর এবং আব্দুর শুক্কুর (৩৫) নামের এক ব্যক্তি মারা যান।
ডিজে