চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পর রোববার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।
এদিন কড়া নিরাপত্তায় সকালে ৮টায় আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা কারাগার থেকে আবু রেজা নদভীকে চট্টগ্রামে আনার পর আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আইএমই/ডিজে