চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি শাহজাহান পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনপূর্বক ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালে শাহজাহানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। পরে গত বছরের ২৩ অক্টোবর তাকে তলব করে দুদক।
কৃষক পরিবারের সন্তান মো. শাহজাহান বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ৮ জুলাই তিনি রংপুর জেলার পুলিশ সুপার হন। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ ডিসেম্বর তাকে ফরিদপুর জেলা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
মো. শাহজাহান সর্বশেষ রংপুরের পুলিশ সুপার (এসপি) ও ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।
সিপি