চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে নগরীর কসমোপলিটন মেয়র গলির মুখে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. মাসুদুর রহমান (৫০) চট্টগ্রাম নবম এপিবিএনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন জানান, ‘মোটরসাইকেল করে যাচ্ছিলেন এএসআই মো. মাসুদুর রহমান। ২ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাসুদুর রহমান গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় ব্যথা পান।’
তিনি বলেন, আশংকাজনক অবস্থায় পথচারীরা দুপুর আড়াইটার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান আলাউদ্দিন।
আইএমই/কেএস