চট্টগ্রামের ৫০ জন ডুবুরি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের এই ৫০ ডুবুরির একটি দল চট্টগ্রাম থেকে গিয়ে পদ্মা নদীর ঘটনাস্থলে নামেন।
এবারে ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, তারা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছেছেন। বেলা সাড়ে ১২টা থেকে তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। তিন-চার দিনের মধ্যে ফেরিটি উদ্ধার করা যাবে বলে তিনি আশা করছেন।
তিনি জানান, তাদের ডুবুরিদলের আরও সদস্য পথে রয়েছে। তাদের সঙ্গে আসছে উদ্ধার কাজের মালামালবোঝাই ট্রাক। এছাড়াও নদীপথে তাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জ, ছয়টি পন্টুনসহ আসছে ছয় ইঞ্চি ওয়্যার।
ডুবুরি আব্দুর রহমান বলেন, ডুবুরি দলসহ তিন ইঞ্চি ওয়্যার ঘাটে আসা মাত্র প্রাথমিক সার্ভে শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদীপথে ইকুইপমেন্টস আসার পর।
চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের জন্য দুই কোটি টাকা দাবি করেছে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, উদ্ধারের কাজ শুরু করার পর টাকার ব্যাপারে ফয়সালা হবে।
গত ২৭ অক্টোবর সকাল পৌনে দশটার দিকে মানিকগঞ্জে পদ্মা নদীর পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে ১৪ পণ্যবাহী যানবাহনসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ডুবে যায়। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাম দিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার চার নম্বর ঘাটের পন্টুনে ভিড়তেই ফেরিতে তিনটি পণ্যবাহী যানবাহন দ্রুত ফেরি থেকে নেমে যায়। অন্য একটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। এ সময় ওই গাড়িটি নদীতে পড়ে যায়। এর পরপরই অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।
এই ঘটনার পর ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে সরকারি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এতে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে গত শনিবার সকাল থেকে রুস্তম নামের বিআইডব্লিউটিএর উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে উদ্ধারকারী দুই জাহাজই ব্যর্থ হয়ে ফিরে যায়।
এরপরই ফেরিটি নদী থেকে উদ্ধারের জন্য চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
সিপি