চট্টগ্রামে আবারও পাহাড়ধস—নিহত ১, নিখোঁজ ৬

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় ইফতারের আগ মুহূর্তে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে ১ জন নিহত হয়েছেন। এতে অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) ৬টায় আকবারশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় পাহাড় কাটার সময় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী। এছাড়া উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ। এখনও কয়েকজন আটকে আছে।

s alam president – mobile

ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানায়, ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। টিম একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!