s alam cement
আক্রান্ত
৩৯১০৮
সুস্থ
৩৩৭৭২
মৃত্যু
৩৮৪

চট্টগ্রামে আরও আড়াই শতাধিক লোকের শরীরে করোনার বিষ

0

চট্টগ্রামে পর পর দুদিন আড়াই শতাধিক করোনা শনাক্তের পর আগেরদিন কিছুটা কমে সংখ্যাটি নেমে এসেছিল ২০৮ জনে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি আবারও বেড়ে গিয়ে দাঁড়ালো আড়াই শতাধিকে। নতুন শনাক্ত ২৫৫ জনের মধ্যে নগরেই ২১৩ জন। বাকি ৪২ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৫৫ জনে দাঁড়ালো। অন্যদিকে ২৫ মার্চ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৬৬৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৮৪ জন। এদের ২৮১ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৬ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি সাতটি ল্যাব ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ২৫৫ জন। নতুন শনাক্তদের মধ্যে ২১৩ জন নগরের ও ৪২ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ১ হাজার ১২৩ জনের জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ৪৫ জনের দেহে।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের দেহে ভাইরাসটির জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ২৮ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষা করেও কারও নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়নি।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফরেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ৩২টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ আসে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪২ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm