চট্টগ্রামে ইভান হত্যা মামলার আসামি অনিক দে গ্রেপ্তার

চট্টগ্রামের আসকার বিন তারেক ওপফে ইভান হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি অনিক দে অন্তুকে (২৬) গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর হেমসেন লেন থেকে গ্রেপ্তার করা হয়।

অনিক আনোয়ারা উপজেলার ঘনপুকুর এলাকার অবিনাশ ঠাকুর বাড়ির রাখাল হরি দে’র ছেলে। বর্তমানে তার পরিবার নগরীর হেমসেন লেনের বাসায় থাকে।

s alam president – mobile

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইভান হত্যা মামলার আসামি অনিককে হেমসেন লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২২ সালের ২২ এপ্রিল রাত ১০টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ইভান। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!