চান্দগাঁওয়ে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে মাইজ্জা মিয়া কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

s alam president – mobile

নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৫০)।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অগ্নিকাণ্ডে কলোনির ৬০টি টিনসেড ঘর ও পাশে থাকা মেরন সান স্কুল অ্যান্ড কলেজ নামের এক শিক্ষাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের টিম ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল হতে হাসিনা বেগমের আগুনে দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।’

Yakub Group

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!