s alam cement
আক্রান্ত
১০২১১০
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩১৩

চট্টগ্রামে ঋণখেলাপি তিন ব্যবসায়ীকে ধরতে আদালতের পরোয়ানা

0

ব্যাংকের ২৫ কোটি টাকার ঋণ মেরে খাওয়ার দায়ে চট্টগ্রামভিত্তিক রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত।

সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

তিন পরিচালক হলেন— হারুনুর রশিদ, আনজুমান আরা বেগম ও হাসনাইন হারুন।

আদালত সূত্রে জানা যায়, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের মামলা করে এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ঋণ আদায়ের মামলার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রায় দেন আদালত।

পরবর্তীতে ২০২০ সালের ২৭ আগস্ট পাওনা টাকা আদায়ে অর্থ জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড চট্টগ্রাম এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকা ঋণ খেলাপির দায়ে ওই প্রতিষ্ঠানের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm