চট্টগ্রামে তিন যুবলীগ নেতাকে ব্রাশফায়ারের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ১৪

0

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশফায়ারে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ১৪ জনকে আসামি করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনসহ পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম। আসামিদের সবাই হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

মামলায় আসামিরা হলেন নজরুল ইসলাম সোহেল প্রকাশ শিবির সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন প্রকাশ ডাকাত লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা প্রকাশ গোল্ডেন রানা (৪০), জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম প্রকাশ ইয়াবা বাবু (২৪), আবদুল হামিদ (৩৫) ও মিন্টু (৩৬)।

এর আগে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের অনুসারীরা পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার দাওয়াত দিতে ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক আহমেদের বাড়িতে যান।

দাওয়াত দিয়ে ফেরার পথে আমজুরহাট এলাকায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেন।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm