চট্টগ্রামে থানা হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু, পুলিশের ২ এএসআই প্রত্যাহার

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার দুই এএসআইকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রত্যাহার হওয়া এই দুই এএসআই হলেন মো.ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।

বিজ্ঞপ্তিতে দুইজনকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্তের কথা বলা হলেও পুলিশের একটি সূত্র বলছে দুদকের সাবেক অফিসারকে টানাহেঁচড়া করে থানায় নিয়ে আসা এবং মৃত্যুর ঘটনায় জড়িত থাকার কারণে প্রাথমিক শাস্তি স্বরুপ তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, বুধবার (৪ অক্টোবর) দুদকের সাবেক এই কর্মকর্তাককে একটি মামলায় গ্রেপ্তার করে আনা হলে তিনি থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের লোকজনকে ডেকে এনে তাৎক্ষনিক পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার মুত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে পুলিশ। যদিও পুলিশ বলছে অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয় শহীদুল্লাহর।

বিএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!