চট্টগ্রামে ‘দরবেশ’ সালমানের যৌথ কোম্পানি গঠনের প্রস্তাবে সরকারের ‘না’

চট্টগ্রামের বাঁশখালীতে ইউরোপিয়ান একটি কোম্পানির সঙ্গে বেক্সিমকোর যৌথ অংশীদারিত্বে কোম্পানির গঠনের প্রস্তাব বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৬ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাংলাদেশ এনার্জি ফুড লিমিটেড নামে কোম্পানি গঠনের বিষয়ে কমিটিসহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে। এটি বেক্সিমকো ও মাল্টার একটি কোম্পানি মিলে করতে চেয়েছিল।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো ফার্মার অন্যতম কর্ণধার এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন এক সময়ের মহাপ্রতাপশালী এ ব্যবসায়ী রাজনীতিক।

গত শতকের নব্বইয়ের দশকে শেয়ারবাজারে বিপুল কেলেঙ্কারির পর সালমান বিনিয়োগকারীদের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘দরবেশ’ নামে। এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে হয়ে ওঠেন অত্যন্ত প্রভাবশালী।

এদিকে নয় বছর আগে ২০১৬ সালের অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বেক্সিমকো চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রিসোর্সেসের সঙ্গে একটি চুক্তি সই করে দুটি ৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য—এর একটি চট্টগ্রামের বোয়ালখালীতে (বোয়ালখালী পাওয়ার স্টেশন, বেক্সিমকো) এবং আরেকটি বাঁশখালীতে। ওই সময় বেক্সিমকো জানায়, তারা ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের কয়লা সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় রয়েছে, এবং চীনা অংশীদাররা চীনের দুটি ব্যাংক—আইপিবিসি ব্যাংক ও বিওসি ব্যাংকের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের অর্থায়নের বিষয়ে আলোচনা করছে।

তবে এরপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি এবং প্রকল্পটি বাতিল হয়ে গেছে বলেই ধারণা করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm