s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

চট্টগ্রামে দুই গাড়ি মিলে প্রাণ কেড়ে নিলো যুবকের

0

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার নবাব সিরাজুদ্দৌলা সড়কে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. বারেক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কলেজের হোস্টেলের পূর্ব গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় বারেককে হাসপাতালে নিয়ে যান মো. শাহেদ হোসেন নামের একব্যক্তি। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে খেলা শেষে বাসায় ফেরার পথে রাস্তার একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যান তারা।

তিনি বলেন, ‘হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার পরিবারকে খরব দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, ‘সকাল সাড়ে ৯ টার দিকে বারেক নামের একব্যক্তিকে কিছু পথচারী চমেক হাসপাতালে নিয়ে আসে হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরএ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm