s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

সিএমপিতে রদবদল—খুলশীতে সন্তোষ চাকমা, বন্দরে জাহেদুল

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে খুলশী ও বন্দর থানা পেয়েছে নতুন ‍ওসি।

বহুল আলোচিত মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমাকে দেয়া হয়েছে খুলশী থানার দায়িত্ব। অন্যদিকে বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সিএমপির পুলিশ পরিদর্শক (সিটিএসবি) মো. জাহেদুল কবিরকে।

বুধবার (১ ডিসেম্বর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন হয়।

মাত্র ৯ দিন আগে পিবিআই থেকে সিএমপির পুলিশ পরিদর্শক (প্রশাসন) হিসেবে বদলি হন সন্তোষ কুমার চাকমা। ৯ দিনের মাথায় তাকে খুলশী থানায় ওসি হিসেবে পদায়ন করা হলো।

এছাড়া, বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিনকে পিবিআইয়ে পদায়ন করা হয়েছে।

আরএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm