s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

চট্টগ্রামে ‘ফিল্ম স্টাইলে’ তরুণী ধর্ষণ, পাহারা দিচ্ছিল দুই বন্ধু

0

চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ কলোনী এলাকায় এক পোশাক কর্মী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুর রহমান সুমন (২৮) মেহেদী হাসান জনি (৩২) ও মো. আলম (২৫)।

পুলিশ জানায়, এদের মধ্যে সাইফুর ও মেহেদী সরাসরি ধর্ষণ করলেও আলম ছিলেন তাদের সহযোগী। ছিল। তাদের মধ্যে সুমন ও আলম পোশাক কারখানার শ্রমিক ও জনি গাড়িচালক।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব পরিচিত মুন্না নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে শেরশাহ কলোনীর সরকারী কোয়ার্টার এলাকায় যান এক নারী পোশাক কর্মী। এ সময় সাইফুর ও মেহেদী ওই পোশাককর্মী এবং তার সহকর্মী মুন্নাকে আটক করে। এক পর্যায়ে মুন্নাকে মারধর করে তাড়িয়ে দেয় তারা। মুন্না কিছু দূর গিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সাইফুর ও মেহেদী ওই পোশাক কর্মীকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আলম বাইরে পাহারা দিচ্ছিল।’

কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণ শেষে তারা মুন্নাকে ধরে এনে ওই নারীর পাশে দাঁড় করিয়ে ছবি তুলে। লোকজন ডেকে এনে ছবিগুলো দেখিয়ে ওই পোশাকর্মী অসামাজিক কাজ করতে এসেছে বলে অপবাদ দিতে থাকে। কিছুক্ষণ আটকে রাখার পর তাদেরকে ছেড়ে দেয় সুমন, জনি ও আলম। এরপর মুন্না ও ধর্ষণের শিকার ওই পোশাক কর্মী রাত দেড়টার দিকে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।’

Din Mohammed Convention Hall

পুলিশ জানায়, ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm