চট্টগ্রামে বিচারকের স্বাক্ষর জাল করে পরোয়ানা, জড়িতদের গ্রেপ্তারে সিআইডিকে নির্দেশ

বিচারকের স্বাক্ষর জাল ও ওয়ারেন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা আজিজুর রহমান নামের এক আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। একই আদেশে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা এই আদেশ দেন।

আসামি ঢাকার সাভার থানার ফিরিঙ্গী কান্দার গেদু মিয়ার ছেলে আজিজুর রহমান।

বিষয়টি চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘বুধবার মামলার শুনানির দিন ধার্য ছিল। যারা এই জালিয়াতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডিকে আদেশ এবং ভুয়া ওয়ারেন্ট সৃষ্টিকারী চক্রের সদস্যদের শনাক্ত করে জাল ওয়ারেন্ট জব্দ করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আবেদন করিলে আদালত আমার আবেদন গ্রহণ করে আসামিকে জামিনে মুক্তি দেন।’

তিনি বলেন, “তদন্তকালে ভুয়া ওয়ারেন্টসহ সংশ্লিষ্ট আলামত জব্দ এবং তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনে আসামিদের গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়।’

আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট আসামি আজিজুর রহমানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন পরোয়ানা জারি হয়। ৪ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। আসামি পক্ষের কৌঁশুলি ফৌজদারি মিছ মামলার ওই ওয়ারেন্ট ভুয়া দাবি করলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা প্রশাসনিক কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

Yakub Group

প্রতিবেদনে ওয়ারেন্টের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং জেলা ও দায়রা জজ মের স্বাক্ষরও জাল বলে উল্লেখ করা হয়েছে।

তাই মামলার শুনানি সময় আদালত প্রতিবেদনের আলোকে ওয়ারেন্টি ভুয়া বিধায় শুনানি আন্তে আসামির জামিন মঞ্জুর করে মুক্তি দেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!