চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য টাইগারপাস-দেওয়ানহাটের একাধিক সড়ক টানা ৭ দিন নির্দিষ্ট সময় বন্ধ থাকবে। এতে যানবাহন ও পথচারীর চলাচলও বন্ধ থাকবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে একাধিক সড়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় দেওয়ানহাট মোড়ের দুটি স্প্যানে ভারী ক্রেনের মাধ্যমে গার্ডার উত্তোলনের কাজ শুরু হবে।
৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে গার্ডার উত্তোলনের কাজ চলবে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেওয়ানহাট থেকে টাইগারপাস রেল ব্রিজ, কদমতলী থেকে ডবলমুরিং থানা পর্যন্ত রাস্তা ও ব্রীজ এবং দেওয়ানহাট মোড় থেকে রেললাইন পর্যন্ত নিচের রাস্তায় সকল ধরনের যানবাহন ও পথচারীর চলাচল বন্ধ থাকবে।
সাময়িকভাবে রাস্তা বন্ধের জন্য দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
আরএম/এমএফও