চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন হেলাল আকবর বাবর

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এড ভিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘বৃক্ষ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন, পরিবেশ ভারসাম্য নিয়ন্ত্রণে বৃক্ষের বিকল্প কিছু নেই। প্রাকৃতিক সৌন্দর্য ও মানসিক স্বাস্থ্য অগ্রগতিতেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন মহতী উদ্যাগে মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানাই।’

এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি মো. জামাল হোসেন, মো. নাছির বাঙালি, শিবু প্রসাদ চৌধুরী, মো. হাছান মুরাদ, মো. আবুল হাসেম, সদস্য জেমিন আকতার তুলি, প্রিয়াংকা দাস, রতন বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, মো. জসিম উদ্দিন, এনডিএইচ রাজু, মো. শরিফ।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm