সাধারণ চাল প্যাকেট করে চিনিগুড়া হিসেবে বাজারজাত করার দায়ে চট্টগ্রামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে খোলা চা পাতা বিভিন্ন নামে ‘ক্লোন টি’র নামে প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল। এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) নগরীর ইপিজেড এলাকায় ‘মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চাষী চিনিগুড়া চালের অনুকরণ করে প্যাকেট তৈরি করে প্রতিষ্ঠানটি। ‘বনলতা সুগন্ধি চিনিগুড়া চাল’ নামের ওই প্যাকেটে সাধারণ চাল প্যাকেটজাত করে চিনিগুড়া বলে বিক্রি করছিল তারা। একইসঙ্গে খোলা একই চা পাতার বস্তা থেকে চা পাতা নিয়ে ‘বনলতা ক্লোন টি’, ‘বনলতা গোল্ড টি’, ‘বনলতা প্রিমিয়াম টি’ নাম দিয়ে প্যাকেটজাত করে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।
এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আরএ/ডিজে




