চট্টগ্রামে যুবলীগের ৩ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা

0

চট্টগ্রাম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

আগামী ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে।

শুক্রবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত ওই চিঠিতে গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা অনুযায়ী এসব সম্মেলনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এমআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm