চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লোহাগাড়া থানা এলাকার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরিয়তপুর জেলার জাজিরা থানার খান কান্দির বড় ইউনিয়নের গোপাল পুরা গ্রামের আব্দুল হাকিম মাতব্বরের পুত্র মো. নিলচান প্রকাশ রুবেল (৩৪) এবং ঢাকা জেলার সাভার থানার কাউন্দিয়ার আলী আকবর মৃদার পুত্র আবু নাছির মামুন প্রকাশ নাসের (৪১)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রাইভেট কার নিয়ে দুই মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলো। এই খবরের ভিত্তিতে এসআই সামছুদ্দোহা’র নেতৃত্বে চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কার থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।’
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
এমএফও