s alam cement
আক্রান্ত
১০০০৪৫
সুস্থ
৭৩৬৩৪
মৃত্যু
১২৪৬

চট্টগ্রামে শনাক্ত নামলো একশর নিচে, কমেনি মৃত্যু

0

করোনার ভয়াবহ দ্বিতীয় ধাক্কার পর এই প্রথম চট্টগ্রামের করোনা শনাক্তের দৈনিক সংখ্যা নামলো একশর নিচে। তবে শনাক্ত কমলেও কমেনি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৫০ এবং উপজেলা পর্যায়ে ২৬ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে গিয়ে দাঁড়াল ১ লাখ ১২১ জন। এর মধ্যে নগরের ৭২ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরের ৬৯৬ এবং উপজেলায় ৫৫৫ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ১ হাজার ২৫২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে।

উপজেলা পর্যায়ে শনাক্তদের মধ্যে রাউজানে সবচেয়ে বেশি ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া, বোয়ালখালীতে ৩ জন, আনোয়ারা, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে ২ জন করে এবং পটিয়া ও হাটহাজারীতে ১ জন করে করোনা শনাক্ত হয়। এদিন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে কোন করোনা পজিটিভ পাওয়া যায়নি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm