চট্টগ্রামে ৫ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0

শুক্রবার থেকে মঙ্গলবার অর্থাৎ ৩ জুন থেকে ৭ জুন— এই পাঁচদিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এই পাঁচদিন নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, নিউমুরিং ও ফৌজদারহাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান

শুক্রবার, ৩ জুন ২০২২

Yakub Group

সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ১০ নং ফিডার এর আওতায় বি ব্লক ০২ নং রোড হতে রুটিওয়ালা বাড়ি ও আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর আওতাধীন বন্দর ৩৩ কেভি, আগ্রাবাদ সার্কিট-০১ এবং ১১ কেভি নিউমুরিং-১২ এর আওতায় কাস্টম মোড়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট-পাহড়তলী ৩৩ কেভি লাইন এবং ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি এফ-০১, এফ-০২, এফ-০৫ এবং এফ-০৬ নং ফিডার সমূহের আওতায় ফৌজদারহাট হতে পাক্কার মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে সকল আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ গ্রাহক, বে-ভিউ সিএনজি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিআইটিআইডি হাসপাতাল, ফৌজদারহাট কেন্দ্রীয় ভান্ডার, প্যাসিফিক জিন্স ।

শনিবার, ৪ জুন ২০২২

সকাল ৭টা থেকে বিকেল ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৫ নং ফিডার এর আওতায় ওয়াপদা মোড় হতে বিডিআর হল পর্যন্ত পদ্মা মেঘনা যমুনা এর আশপাশ এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট-পাহাড়তলী ৩৩ কেভি লাইন এবং ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি এফ-০১, এফ-০২, এফ-০৫ এবং এফ-০৬ নং ফিডার সমূহের আওতায় ফৌজদারহাট হতে পাক্কার মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে সকল আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ গ্রাহক, বে-ভিউ সিএনজি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিআইটিআইডি হাসপাতাল, ফৌজদারহাট কেন্দ্রীয় ভান্ডার, প্যাসিফিক জিন্স ।

রোববার, ৫ জুন ২০২২

সকাল ৭টা থেকে বিকেল ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৪ নং ফিডার এর আওতায় বসুন্ধরা আবাসিক এলাকা ০৮ নং রোড ও ওয়াসা গলির আশপাশ এলাকা।

সোমবার, ৬ জুন ২০২২

সকাল ৭টা থেকে বিকেল ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৬ নং ফিডার এর আওতায় মহুরী পাড়া হতে রঙ্গী পাড়া পদ্মা আবাসিক ও আশপাশ এলাকা।

মঙ্গলবার, ৭ জুন ২০২২

সকাল ৭টা থেকে বিকেল ৩টা
বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির ০৫ নং ফিডার এর আওতায় আই ব্লক ১১ নং লেন ও আশপাশ এলাকা।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm