চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) চান্দগাঁও বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি নাজিম উদ্দীন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব লায়ন জি.এম. সাইদুর রহমান মিন্টু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্তাটুয়েন্টিফোডটকম’র অ্যাসোসিয়েট এডিটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজ পারভেজ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাচারাব এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপক শিব সংকর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজ পারভেজ বলেন, ‘রোজা মানুষের জাগতিক ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করে। তাই রোজার মাধ্যমে জীবনের গতি ও স্থিতির মধ্যে সমন্বয় সাধন করে পূর্ণাঙ্গ সফলতার পথ খুঁজে পাওয়া সম্ভব।’
সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী জুয়েল পাল, আব্দুর রহমান, অয়ন চৌধুরী, আবু তালেব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মাতামুহুরি কমিউনিকেশন টিভি (এমসি টিভির) পরিচালক বাহার ইকবাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মাহফুজ পারভেজ রচিত কিছু গবেষণা গ্রন্থ চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি লাইব্রেরির জন্য উপহার দেওয়া হয়।
বিএস/এমএফও