সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় চট্টগ্রাম কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২ টায় চট্টগ্রাম কলেজের হোস্টেল পূর্ব গেইটের সিরাজউদ্দৌল্লা রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৫৫)। তিনি কলেজের গণিত বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটা দ্রুত গতির টেম্পুর ধাক্কায় দূরে ছিটকে পড়েন ইব্রাহিম। এসময় তার মাথা থেকে রক্ত পড়া শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের কর্মচারীর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কলেজ প্রশাসন ইব্রাহিমের পরিবারের পাশে থাকার চেষ্টা করব।
নিহত ইব্রাহিম একজন অফিস সহায়ক হলেও কলেজের সব শিক্ষার্থী তাকে দাদু হিসেবেই ডাকতেন। সরল চালচলনের মিষ্টভাষী এই লোকটির প্রয়ান মেনে নিতে পারছেন না চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে। তারা মনে করেন এটা নিছক দুর্ঘটনা না, এটা এক প্রকারের হত্যাকাণ্ড। ইব্রাহিম দাদু সড়ক সন্ত্রাসের শিকার।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা আমাদের ইব্রাহিম দাদুর হত্যার বিচার চাই। বেপরোয়া চালকদের অসাবধানতার জন্যই প্রতিদিন কোন না কোন সন্তান তার বাবাকে হারাচ্ছে, পরিবার তার সদস্যদের হারাচ্ছে। দ্রুত এই ঘটনায় জড়িত টেম্পুর ড্রাইভারকে আটক করে বিচারের মুখোমুখি ও ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ক্ষতিপূরন দেওয়ারও দাবী জানান কলেজ ছাত্রলীগের এই শীর্ষ নেতা।
এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গতকাল (শুক্রবার) রাতে কলেজ হোস্টেলের পূর্ব গেইটে একটি দুর্ঘটনা ঘটে, এতে একজন নিহত হন। তাৎক্ষনিক আমার ঘাতক টেম্পুটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আমরা দ্রুত অপরাধীকে আটকের চেষ্টা করছি।
বিএস/এমএহক
ওনি খুব ভালো লোক ছিল।আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুক।