চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকার মো. মোতালেবের ছেলে। তিনি টেকনাফ থানার একটি মামলায় কারাগারে ছিলেন।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, শুক্রবার রাত ১১টায় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হলে চিকিধসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

s alam president – mobile

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!