চট্টগ্রাম-ঢাকা-খুলনা নিয়ে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কেন্দ্রীয় কমিটি

0

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসার্স কমিটিসহ আঞ্চলিক তিন কমিটি বিলুপ্ত করে ‘বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন’ (বাকাএভ) নামে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বিলুপ্ত করা আঞ্চলিক তিন কমিটি হলো ঢাকা (ঢাকাএভ), চট্টগ্রাম (চকাএভ) ও খুলনা (খুকাএভ)।

বুধবার (১০ আগস্ট) বাকাএভ’র ২৬১ সদস্যের নতুন কমিটির দপ্তর সম্পাদক শিবলী নোমানী খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে ২০০০ সালের ২০ নম্বর আইনের মাধ্যমে ‘সী কাস্টমস’ এবং ‘ল্যান্ড কাস্টমস’ একীভূত করে মাঠপর্যায়ের সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের আন্তঃকমিশনারেট বদলি প্রচলন হয়। ফলে সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) ও রাজস্ব কর্মকর্তাদের (সুপারিন্টেন্ডেন্ট) আঞ্চলিক সংগঠনসমূহ প্রায় অকার্যকর হয়ে পড়ে। সংশ্লিষ্ট অঞ্চলের বাইরে বদলি হলে কমিটির সাংগঠনিক পদ শূন্যতা তৈরি হয়।

আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটি বাকাএভ অঞ্চল কমিটিনির্ভর হওয়ায় অঞ্চলের পদ শূন্যতার কারণে কেন্দ্রীয় কমিটি গঠনেও জটিলতা তৈরি হয়। ফলে দীর্ঘস্থায়ী সাংগঠনিক অচলাবস্থার সৃষ্টি হয় এবং যৌক্তিক দাবি আদায় করার জন্য সাংগঠনিক উদ্যোগ গ্রহণ ব্যাহত হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তিন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পর্যায়ক্রমিক বৈঠক করে বাকাএভ আহ্বায়ক খন্দকার লুৎফল আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মজিবুর রহমানের সঞ্চালনায় চলতি বছরের ২৯ জানুয়ারি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে খন্দকার লুৎফল আজমকে সভাপতি, মো. মিজানুর রহমানকে কার্যকরী সভাপতি, মো. মাহবুব মোর্শেদকে মহাসচিব এবং মো. মজিবুর রহমানকে কার্যকরী মহাসচিব করে বাকাএভ কমিটি গঠন হয়। ৪ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বাকাএভ’র সকল সদস্যদের প্রাণের দাবি অনুযায়ী তিনটি অঞ্চল কমিটি বিলুপ্ত করে একটি সমন্বিত বাকাএভ কমিটি গঠনের জন্য গত ২৩ জুলাই সভা আহ্বান করা হয়। বাকাএভ সভাপতি খন্দকার লুৎফল আজমের সভাপতিত্বে ও বাকাএভ মহাসচিব মো. মাহবুব মোর্শেদের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে অঞ্চল কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয় এবং বিলুপ্ত তিনটি অঞ্চল বিবেচনায় নিয়ে সারাদেশের সহকর্মীদের মধ্য থেকে সাংগঠনিক দক্ষতা বিচার করে ২৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি দু’মাসের মধ্যে একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের জন্য ১৭ সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটিও ঘোষণা করা হয়।

Yakub Group

এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃবৃন্দ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ কাস্টমস ও ভ্যাটের ঐতিহ্য বহনকারী ও বিশ্বব্যাপী স্বীকৃত ইন্সপেক্টর-সুপারিন্টেনডেন্ট পদ পুনর্বহাল, ইন্সপেক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণসহ অন্যান্য দাবি আদায়ে কমিটির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm