চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ, অ্যালার্ট-৩ জারি

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা।

বন্দর কর্তৃপক্ষ এনসিটি, সিসিটির সব জাহাজ বহিরনোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দর চ্যানেল থেকে সব লাইটার জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে জেটি জাহাজশূন্য করার কাজ শুরু হয়। ১১টার মধ্যে এনসিটি ও সিসিটি জাহাজশূন্য হয়।

বন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত অনুযায়ী বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। এর ফলে জাহাজ থেকে পণ্য, কনটেইনার লোড-আনলোড বন্ধ হয়ে গেছে।

হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিরাপদে রাখতে প্যাকিং করে রাখা হচ্ছে। বন্দরের একজন কর্মকর্তা জানান, সিত্রাংকে মোকাবেলায় বন্দর ভবনে জরুরি সভা চলছে।

Yakub Group

আবহাওয়া অধিদফতরের সতর্কতা সংকেতের ওপর নির্ভর করে ধাপে ধাপে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm