চট্টগ্রাম বন্দরে ‘মান পরীক্ষা’য় সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ এফবিসিসিআই সভাপতির

0

চট্টগ্রাম বন্দরে পণ্যের মান পরীক্ষার নামে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলে দাবি করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, বিএসটিআইকে আরও শক্তিশালী হতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২’ এর আলোচনা সভায় এফবিসিসিআই সভাপতি এ অভিযোগ করেন।

ওই অনুষ্ঠানে ভোক্তাকেও তার অধিকার রক্ষায় সচেতন হতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সংখ্যায় সীমিত হলেও শক্তিতে কঠিন। এজন্য সরকারও তাদের প্রতি কঠোর হয়েছে।

সাধারণ মানুষকেও এখন সচেতন হতে হবে মন্তব্য করে টিপু মুনশি বলেন, প্রতারিত হলে প্রতিবাদ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযোগ করতে হবে। ভোক্তা অধিদফতরকেও কার্যকর হতে হবে।

পণ্যে দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তবে সে সুযোগ নিয়ে যেসব ব্যবসায়ী রাতারাতি ভাগ্য বদলাতে চান তাদের সতর্ক করে তিনি বলেন, লাভ করুন, কিন্তু লোভ করবেন না।

এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, আমাদের দেশের ভোক্তারা সংগঠিত নয়। তাদের অধিকার সম্পর্কে সচেতনও নয়। এখন ভোক্তাদের দুঃসময় চলছে। সাধারণ, নিম্ন, মধ্য সব শ্রেণির মানুষ দ্রব্যমূল্যে নিষ্পেষিত। আমাদের ভোক্তারা যখন প্রতারিত হয়, তখন তাকে ভাগ্য বলে বিবেচনা করলেও বর্তমানে প্রতারিত ভোক্তা প্রতিকার পাচ্ছে।

অপরদিকে খোলা সয়াবিন বিক্রি বন্ধ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বোতালজাত তেলে ভিটামিন-ই নিশ্চিত করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm