s alam cement
আক্রান্ত
৯৯৪৮৬
সুস্থ
৭১৪৬৪
মৃত্যু
১২৩২

চট্টগ্রাম বিএনপির ১৫ নেতার জামিন হল ‘নাশকতা’র মামলায়

0

নাশকতার মামলায় জামিন পেলেন চট্টগ্রাম বিএনপির ১৫ নেতা। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা ওই মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমও।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

মাহবুবের রহমান ছাড়া জামিন পাওয়া বাকি নেতারা হলেন— চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী লিমন।

গত ২৯ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হামলায় কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। ওই মামলা দুটিতে বুধবার হাইকোর্ট থেকে ১৫ নেতা জামিন পেলেন।

হাইকোর্টে মামলাগুলোর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন ও ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm