চট্টগ্রাম বিমানবন্দরের ট্রলিম্যানের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওই ট্রলিম্যানের নাম মো. ইসমাইল। তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণগুলো ২৪ ক্যারেটের। যার ওজন ৪৬৬ গ্রাম।
গোপন সংবাদ পেয়ে শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে অভিযান চালিয়ে এনএসআই ও বিমানবন্দর এপিবিএন সদস্যরা ট্রলিম্যানকে আটক করে।
এর আগেও চট্টগ্রাম বিমানবন্দর এনএসআইয়ের উপ-পরিচালক এক রিপোর্টে জানান, বিমানবন্দর স্টাফ ইসমাইল স্বর্ণ পাচারে জড়িত। কিন্তু বিমান চলাচল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি।
আটক ট্রলিম্যান এবং উদ্ধার করা স্বর্ণ এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএস/ডিজে