চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ আগস্ট) ভোরে তাদের হাসপাতালের ৬ তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জোরারগঞ্জ থানার মহাজন ঘাট ইউনিয়নের রাজা মিস্ত্রি বাড়ির বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান তুহিন (৩২) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মনিকুড়া বড়বাড়ি ইউনিয়নের মো. শওকত আলমের ছেলে মো. সৌরভ (২৮)।
চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে রোগীর মোবাইল ও জিনিসপত্র চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’
আইএমই/এমএফও