চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও নারী দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ওই নারী দালালকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে আটক করা হয়েছে।

রিতা চৌধুরী সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া এলাকার বৈদ্য বাড়ির মৃত দেবেন্দ্র লাল চৌধুরীর মেয়ে। তিনি বর্তমানে নগরীর পাঁচলাইশের বাদুরতলা বড় গ্যারেজ এলাকার জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে ওই মহিলাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গাইনি ওয়ার্ডের বহির্বিভাগ থেকে গত ২৭ নভেম্বর আলো দাশ নামের আরেক দালালকে আটক করা হয়েছিল।

আরএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!